মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ

পাকশী লালন শাহ সেতুর ওপর সড়ক দুর্ঘটনা! আহত-৪

বার্তাকক্ষ
আজকের তারিখঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

রবিবার (২আগষ্ট) রাত ৮টার সময় পাকশী লালন শাহ সেতুর ওপর দুটি মটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের চার আরোহী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান আহতরা ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী গ্রামের মনসুর রহমান পলানের ছেলে মোবারক হোসেন  (২৬) মাইন ২৫) ও অজ্ঞাত ২ জন। ঘটনার পরপরই আহতদের সরিয়ে নেয়া হয়। পাকশী হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত একটি মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছে ।
জানাগেছে, তিনজন আরোহীসহ একটি দ্রুত গামী মটর সাইকেল উল্টো পথে ভেড়ামারার দিক থেকে আসার সময় সেতুর মাঝামাঝি স্হানে এসে পাকশী থেকে ভেড়ামারা গামী অপর মটর সাইকেলকে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এসময় মটর সাইকেল আরোহী সকলেই ছিটকে পড়ে  আহত হয়।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর