মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ-উল-আযহা।করোনাভাইরাস মহামারির কারণে ঈদ-উল- আযহা উদযাপনে ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। এবারে কোরবানির আয়োজন যেমন ছিল সীমিত, তেমনি সবাই মিলে নামাজ পড়া বা আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়ার মতো প্রচলিত রীতিতে দেখা গেছে বড় ধরণের পরিবর্তন।
করোনা ভাইরাস মহামারির আতঙ্ককে তুচ্ছ করে যতটুকু সম্ভব ঘরেবাইরে সঙ্গীসাথীদের নিয়ে কিছুটা হলেও পুষিয়ে নেয়ার চেষ্টা ছিল লক্ষনীয়। তবে কারো মধ্যেই ছিলনা চিরাচরিত আনন্দ উচ্ছাস ও উৎফুল্লতা।
রবিবার (০২ আগষ্ট) পাকশী হার্ডিঞ্জ ব্রীজ ও লালনশাহ্ সেতু সংলগ্ন এলাকায় দেখা মিললো অধর জনসমাগম। বেশীর ভাগ মানুষের মুখে নেই মাস্ক নেই সামাজিক দূরত্ব পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে এখানে। ঈদের আনন্দ বলে কথা।
প্রশাসনের কঠোর প্ররিশ্রমের পরও নেই মানুষের মধ্যে এই নূন্মতম চিন্তা ধারা । কোভিড-১৯ ভাইরাস থমকে দিয়েছে সারাবিশ্বকে থমকে দিয়েছে সকল শ্রেনীর মানুষকে। তাকে উপেক্ষা করে চলছে সাধারণ মানুষ তাদের মধ্যে নেই কোন সচেতনতা।