ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি // ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাটোরের লালপুর থেকে মাদক ব্যাবসায়ী রাজশাহী র্যাব-৫ সিপিসি-২ হাতে আটক ।
(১৮ জুলাই) সন্ধা রাত্রে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ইয়াকুব খামারুর ছেলে আকাশ হোসেন বাদশা (৩১) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
রাজশাহী র্যাব-৫ এর সহকারী পরিচালক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশনা দল নাটোর লালপুরের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আকাশ হোসেন বাদশা নামে এক মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে।
সে সময় ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি মেমোরী কার্ড জব্দ করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে ওই মাদক ব্যবসায়ী আকাশ হোসেন বাদশা।
মাদক সংরক্ষণ ও বহন করায় বাদশার বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।