ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি // লালপুরের মোহরকয়ায় স্ত্রীকে মারপিট করে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ( ১৭ জুলাই) দুপুরে লালপুরের মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে মৃত এলাহী বক্সের পুকুরে একটি লাশ ভেসে উঠে। এসময় স্থানীয় লোকজন স্মৃতি (২০) বলে নিশ্চিত করে। স্থানীয়রা আরো জানায় মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলুর কন্যা স্মৃতির সাথে ইংরেজের পুত্র জাব্বারে ( ৩০) বিয়ে হয় ।
তাদের ঘরে ১ কন্যা সন্তান রয়েছে। জাব্বার পরকীয়ায় জড়িয়ে পড়লে মাঝে মধ্যে তাদের দন্দ্ব হয়। শুক্রবার রাতে কোন একসময স্মৃতিকে মারপিট করে হত্যা করে পুকুরে ফেলে দিলে দুপুরে লাশ ভেসে উঠলে জানা জানি হয়। ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
মামলা হলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । এরিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোন মামলা হয় নি ।