ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি // নাটোর লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ।
আজ (১৪ জুলাই) মঙ্গলবার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এস আই কৃষ্ণ মোহন সরকার এর নেতৃত্বে এএসআই ওবায়দুর সঙ্গীয় ফোর্সসহ বিকাল ৪ টার দিকে উপজেলার পুকুরপাড়াছিলান (কদিমচিলা-চাঁদপুর রোড) এ অভিযান পরিচালনা করে নাওদাড়া গ্রামের মৃত পচা মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (২৮) কে ১২ পিস ইয়াবাসহ, এবং ওয়ালিয়া মুড়ির মিল এলাকা থেকে মাদক সেবন অবস্থায় খোকন ও শুকুর নামের দু’জনকে আটক করে।
এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহেদ আল মামুন জানান- মাদকের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনাকালে দুজনকে মাদক সেবন অবস্থায় এবং একজনকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।