বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজের ২দিন পর মরদেহ উদ্ধার দাফন সম্পন্ন!!

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি !! নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ২দিন পর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিখোঁজের স্বজনরা দুজনকে উদ্ধার করে। এদের মধ্যে বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিমকে (১৮) ঈশ্বরদী সাঁড়াঘাট এবং একই গ্রামের ছইমুদ্দিনের ছেলে সাবের ওরফে পুকিনের (২৮) মৃতদেহ কুষ্টিয়ার লালন শাহ সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। নদীতে প্রবল শ্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হওয়ায় গত (২২ জুন) সোমবার দুপুর ১:৩০মিনিটের দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনায় নিখোজদের পরিবার হতাশ হয়ে স্থানীয়দের সহযোগীতায় পদ্মার কিনারে নিখোজদের খোঁজতে থাকে। এসময় লোক মুখে জানাতে পেয়ে পদ্মার ঐ এলাকায় গিয়ে মৃতদেহ উদ্ধার করে লালপুরের নিজ বাসায় নিয়ে আসে। বিকেলে জানাযা শেষে বালিতিতা ইসলামপুর গোরস্থানে উভয়ের দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য ২১জুন রোববার বিকেল ৪টায় পদ্মার চরে বাদাম তুলে নৌকা যোগে বাড়ি ফেরার পথে লক্ষীপুর বালুঘাট এলাকায় প্রবল স্রোতে ও ঝড়ে নৌকা ডুবে যায়, এঘটনায় তারা নিখোঁজ হয়।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর