বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

লালপুরে এক দিনের সর্বোচ্চ রেকর্ড করোনায় ৭ জন আক্রান্ত

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

ফজলুর রহমান (লালপুর) প্রতিনিধি !! লালপুর উপজেলায় এক দিনে নতুন করে আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।  এনিয়ে লালপুর উপজেলায় মোট ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার সময় নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান আক্রান্ত হওয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোর থেকে সংগ্রহিত গত ৭ তারিখে ৪৬ জনের নমুনা সংকরে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো ফলাফল লালপুরে ৭ জন করোনায় প্রজেটিভ এর রিপোর্টে এসেছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম অক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, আকান্ত ব্যাক্তি সাত জনই পুরুষ তার বয়স ৩০/৫০ বছরের।

এরা হলেন, লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে- ২জন, আড়বাব -লক্ষণবড়ীয়া ১ জন, এবি ইউনিয়ন- ভবানীপুর ১ জন, ২নং ঈশ্বরদী- নবীনগর ১ জন, কদিমচিলান- ঘাটচিলান ১জন, এবং চংধুপইল- ইসলামপুর বাওড়া ১জন।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে বলেন,‘আক্রান্ত ব্যাক্তিদের কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে।

এবং আক্রান্তর কন্টাকে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর