বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক, যুবক গ্রেপ্তার

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

বার্তা কক্ষ !! সিরাজগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে রাব্বী ইসলাম (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির অধিনায়ক এএসপি শফিকুর রহমান।

র‌্যাবের দাবি, দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে কাজে লাগিয়ে অনলাইন ব্যাংক একাউন্ট হ্যাক করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে হ্যাকার চক্রকে আটকের প্রচেষ্টায় র‌্যাব-১২ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই এক পর্যায়ে হ্যাকার চক্রের ‘রাজশাহী অঞ্চলের মূলহোতা’ রাব্বী ইসলামকে (২১) আটক করতে সক্ষম হয়। তবে এই অঞ্চলে তার সঙ্গে আরো কতোজন হ্যাকার আছে সে বিষয়ে র‌্যাব সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি।

র‌্যাব জানায়, সম্প্রতি এই হ্যাকার চক্রটি ট্রাস্ট ব্যাংকের একজন গ্রাহকের আইব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাৎ করে। ওই ঘটনার পরেই র‌্যাব-১২ ব্যাংক হ্যাকিং ঘটনার অনুসন্ধান শুরু করে। দীর্ঘদিন অ্যাকাউন্টের সঙ্গে সম্পৃক্ত তথ্যাবলি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার বিকালে নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে গুরুদাসপুরের আনিসুর রহমান প্রামানিকের ছেলে রাব্বী ইসলামকে (২১) আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তির হেফাজত থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, সাতটি সিমকার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর