বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

বার্তা কক্ষ!! চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গঙ্গাদাসপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত সাবেদা খাতুন (৫৫) গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ার মন্টু মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মা সাবেদা খাতুন ও ছেলে জামিরুলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার সেই দ্বন্দ্বের জেরে মা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে ছেলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মা সাবেদার মাথায় আঘাত করে। লাঠির আঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাবেদার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে জামিরুলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর