বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে মানিক হত্যা, একই সংগঠনের কর্মীর নানি গ্রেফতার পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালকের মৃত্যু ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর কাছে মিললো পাকিস্তানী রিভলভার! ঈশ্বরদীতে শীতের আগমনী বার্তা : হঠাৎ কুয়াশাচ্ছন্ন ঈশ্বরদীতে ‘সংবাদ সাতদিন’ পত্রিকা দ্বিতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন ঈশ্বরদীতে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান বিষয়ে সভা। ঈশ্বরদীতে তৈরি হচ্ছে মুক্ত মঞ্চ স্থান নির্ধারণ

অনিশ্চয়তায় বেদে পরিবারের জীবন-জীবিকা

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

বার্তা কক্ষ !! তিন মাস আগেও গ্রামে গ্রামে গিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করতেন বেদে পরিবারের নারীরা। দিনভর খাটুনির পর প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হতো। এ টাকায় সংসার চলতো তার। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে বাড়িতে বসেই বেকার দিন কাটাতে হচ্ছে তাদের। এতে স্বামী-সন্তানকে নিয়ে সংকটে তাদের পরিবার।

রিমি বেগম নামে বেদে নারী বলেন, গ্রামে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সিঙ্গা লাগানো, দাঁতের পোকা দূর করা ও নাভিকাটাসহ নানা কাজ করতাম,সারা দিন কাজ শেষে যে টাকা আয় হত সে টাকায় সংসার মোটামুটি ভালোই চলতো। দিন এনে দিন চলতো আমাদের, কিন্তু এখন যেতেও পারছিনা, আবার টাকাও উপার্জন করতে পারছিনা।

বেদে নারী রিমি বেগমের মত যেন একই অবস্থা বেদে নারী বৃষ্টির। জীবিকা টানে কাজে গেলেও তাকে ফিরতে হচ্ছে শুন্য হাতে। তিনিও জানালেন তার কষ্টের কথা।

বৃষ্টি বলেন, ৩/৪ দিন ধরে গ্রামে যাওয়া শুরু করেছি, কিন্তু মানুষজন এখন আর আগের মত সিঙ্গা লাগাতে চাইনা করোনা ভাইরাসের ভয়ে। এখন তিনবেলা ঠিকমত খাওয়া দুস্কর হয়ে পড়েছে বেদে সম্প্রদায়ের মানুষের।

বেদে পরিবারের পুরুষ সদস্য মোহন বলেন, আমাদের নারীরা ঘরের বাইরে কাজ করে আমরা সবাই ঘরে সন্তানদের দেখা শোনা করি। পুরুষদের মধ্যে কেউ আবার ফেরি, পুকুরে হারানো জিনিসপত্র খুঁজে দেওয়াসহ দিন মজুরের কাজ করি। এখন করোনার কারণে কাজ নেই, খুব বিপদের মধ্যে রয়েছি আমরা।

বেদেরা জানায়, এক গ্রাম থেকে অন্য গ্রামে দৈনিক কাজ করে টাকা উপার্জন করা এসব পরিবারের পুরুষরাও এখন অনেকটাই বেকার, শিশুদের চাহিদাও পূরণ করতে পারছেন অনেকে।

এদিকে করোনা সংকট কেটে গেলে আবারো ঘুরে দাঁড়াতে পারবেন এমন দিনের অপেক্ষা করছেন বেদে পরিবারের মানুষ।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর