বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

এশিয়া কাপের সিদ্ধান্ত নিয়ে বাড়ল অপেক্ষা

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

বার্তা কক্ষ !! ২০২০ এশিয়া কাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়া সম্ভব হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা থেকে এমনটাই জানানো হয়েছে। তাই এশিয়া কাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ হওয়ার পর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসির পক্ষ থেকে জানানো হয়, এবারের এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। যদিও নির্ধারিত সময়েই তা জানিয়ে দেয়া হবে।

এসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সভায় সভাপতিত্ব করেন। এদিন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এশিয়া কাপ।

সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে ১৫তম এশিয়া কাপের আসর বসার কথা। যদিও ভারত-পাকিস্তানের রাজনৈতিক কারণে সেটি নিরপেক্ষ ভেন্যুতেই আয়োজন হওয়ার সম্ভাবনা। পাকিস্তান আয়োজক হলেও সংযুক্ত আরব আমিরাতে বসার সম্ভাবনা রয়েছে আসন্ন এই টুর্নামেন্টের।

২০১৮ সালের আয়োজক ছিল ভারত। তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে এশিয়া কাপের আসরটি বসেছিল আরব আমিরাতে। গেলবার ওয়ানডে টুর্নামেন্ট হলেও এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই চলবে টি-টোয়েন্টি ফরম্যাটে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর