ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ছেলের অবৈধ প্রেমের কারণে মকবুল হোসেন (৪৮) নামের এক পিতা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (০৬ জুন) সকালে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মকবুল পারভাঙ্গুড়া ইউনিয়নের উত্তর পাটুলী গ্রামের সিরাজ সরদারের ছেলে।
জানা গেছে, নিহত মকবুলের ছেলে মিজানুর রহমান ফায়ার সার্ভিসে কর্মরত। সে বিবাহিত হওয়ার পরেও একই গ্রামের ইয়াকুব আলীর কলেজ পড়ুয়া মেয়ে জেসমিন (১৮) এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে।
বিষয়টি আগের স্ত্রী ও গ্রামবাসী জানাজানি হলে মিজানুর রহমানের সরকারি চাকুরি রক্ষার্থে গ্রাম্য মাতব্বরদের মধ্যস্ততায় প্রেমিকার পিতাকে ৪ লাখ টাকা প্রদানের মাধ্যমে প্রায় ২ মাস আগে বিষয়টি সমাধান করেছিলেন মকবুল।
কিন্তু শুক্রবার রাতে মিজানুর রহমান আবারও ঐ পুরাতন প্রেমিকাকে তার বাড়িতে নিয়ে আসে। এতে এলাকায় হৈচৈ পড়ে যায় এবং মিজানুরের বাবা মকবুল ক্ষুদ্ধ হয়।
পরে ভোর রাতে তার বাড়ির সামনের আমগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে মকবুল।
সকালে আশপাশের লোকজন তাকে রশিতে ঝুলতে দেখে দ্রুত নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।