বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত সাংসদ মোস্তাফিজসহ পরিবারের ১১ জন

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ-  চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার পরিবারের ১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবারের আক্রান্ত অন্যরা হলেন- সাংসদের স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি, এক মেয়ের জামাই, এমপির একান্ত সহকারী ও বাসার তিন গৃহকর্মী। তারা সবাই চট্টগ্রাম নগরের বাসায় আইসোলেশনে আছেন।

সাংসদের একান্ত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান জানান, মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের ১৬ জন শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে গত পহেলা জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরবর্তীতে বিআইটিআইডি’র নমুনা পরীক্ষার ফলাফলে এমপিসহ ১১ জনের করোনা পজেটিভ আসে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তারা সবাই নগরের নাসিরাবাদ বাসায় থেকে আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

 তিনি আরও জানান, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগে থেকেই ডায়বেটিস আছে। তবে বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর