নিজস্ব প্রতিবেদকঃ- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ সংক্রান্ত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, এক এগারোর সেনা শাসনে তার ওপর নির্যাতন চালানো হয়, সেসময় তার স্ট্রোক হয়েছিল। ভালো হয়ে উঠলেও সেই নির্যাতনের পরিণাম এখন বহন করছেন। করোনায় আক্রান্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার।’
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, এটা আশার কথা, ইতোমধ্যেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে এবং এটা আশা করা যায় যে, তিনি সুস্থ হয়ে উঠবেন। ১৪ দলের মুখপাত্র নাসিমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নেতৃবৃন্দ।