নিজস্ব প্রতিবেদকঃ- পাবনায় পৃথক পৃথক উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সাত বছরের এক শিশু। আজ সন্ধার দিকে বৃষ্ঠির সাথে বজ্রপাত হলে জেলার আটঘরিয়া, চাটমোহর, সুজানগর ও আতাইকুলা ৫জন বজ্রপাতে আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর ৪ জনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
মৃতব্যক্তিরা হলেন, আটঘরিয়ার চাঁদভা চকপাড়া গ্রামের লবা’র ছেলে হাশেম (৩৭), সুজানগর উপজেলার শানিতপুর দুলাই গ্রামের রওশন আলীর ছেলে জলিল আলী সরদার (৫০), চাটমোহর উপজেলার হান্ডিয়াল কান্নিগ্রামের ইউনুছ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও আতাইকুলা তেলেগ্রামের মনিরুলজ্জামান মনি (১৯)। আহত শিশু হৃদয় (৭) কে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, নিহতদের মধ্যে ৩জন মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলো অপর একজন মাঠে ঘুড়ি উড়াচ্ছিল।