বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

পাবনায় বিদেশি অস্ত্র ও চাইনিজ কুড়ালসহ সন্ত্রাসী গ্রেফতার

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ-  পাবনা র‍্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে গুলিসহ বিদেশি অস্ত্র ও চাইনিজ কুড়ালসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী হলো, পাবনা জেলার সুজানগর উপজেলাধীন গোয়ালকান্দি গ্রামের মোঃ জামাল শেখ এর ছেলে মোঃ আশিকুর রহমান (২৬)।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় অভিযান চালিয়ে পাবনা জেলার আমিনপুর থানাধীন শ্যামগঞ্জ হাটস্থ এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারপূর্বক তার নিকট হতে ০১ (এক) টি বিদেশি রিভলবার, ০১ (এক) রাউন্ড গুলি ও ০৩ (তিন) টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত এবং অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখাইয়া তাহার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া আসিতেছিল। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নিজ হেফাজতে অস্ত্র রাখিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে স্বীকার করে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর