বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

পাবনায় একদিনে সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত; জেলার আক্রান্ত বেড়ে ৪৭

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ- গত ২৪ ঘন্টায় পাবনায় সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন ও সুজানগর উপজেলার ৩ জন। এ নিয়ে পাবনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭।
আজ মঙ্গলবার (২ জুন) পাবনার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
এখনো পাবনার ৪ শ’র বেশী রিপোর্ট আসার অপেক্ষায় আছে। পাবনায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংক্ষা দাড়ালো ৪৯ জন এবং পাবনায় আবস্থান করছে আরো ৬ জন করোনা রোগী।

তারা ঢাকা থেকে এসেছে। মোট পাবনায় রোগীর সংক্ষা দাঁড়ালো ৫৫ জনে।

তারা সবাই হোম আইসোলেশনে আছে বলে জানিয়েছেন, পাবনা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কে এম আবু জাফর।

পাবনায় এখনও বোঝা যাচ্ছে না পাবনায় করোনার প্রকৃত রোগীর সংখ্যাটা । পাবনায় করোনাপরিস্থিতি সংক্রামণের দিক দিয়ে এখন পিক আওয়ারে রয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

তারা জানিয়েছে টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টেস্ট বাড়ানোর বার্তা পৌঁছা দেওয়া হয়েছে বিভিন্ন উপজেলাতে।

করোনা সন্দেহ হলে নিকটতম স্বাস্থ্য কেন্দ্র যোগাযোগ করার কথা বলছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ইতিমধ্যে পাবনা শহর ও সকল উপজেলা করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আশার আলো হয়ে সুস্থ হয়েছেন ৮ জন।

তাদের আরো কিছু দিন বাসায় থাকার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এই সর্বোচ্চ সময়টাতে স্বাস্থ্য বিধি মানতে হবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন বিশেষজ্ঞরা।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর