নিজস্ব প্রতিবেদকঃ- পাবনা জেলার করোনায় আক্রান্তের সংখ্যা সর্বমোট ৩৯ জন। এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছে এবং গত দু’দিন নতুন কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন পাবনা জেলা সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল।
রোগীর সুস্থ হওয়ার বিষয়টাই আশার আলো।
যারা সুস্থ্য হয়েছেন তাদেরকে করোনা রোগীদের শরীর থেকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে এবং ভালো কাজও করেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
পাবনায় এখনো প্লাজমা সংগ্রহ করা হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল বলেন, আমরা এখন প্লাজমা সংগ্রহ করছিনা তবে নির্দেশনা পেলে এটা শুরু করবো।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কে এম আবু জাফর জানান, প্লাজমা থেরাপি ঢাকাতে কোভিড রোগীদের দেওয়া হচ্ছে পাবনায় এটা চালু হয়নি তবে এটা চালু করতে হলে নতুন কিছু চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন রয়েছে।