বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

পোস্ট অফিসের সেভিংস স্কিমে রাখা যাবে সর্বোচ্চ ২০ লাখ টাকা

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ-  পোস্ট অফিসের সেভিংস স্কিমে এখন থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা জমা রাখতে পারবেন গ্রাহকরা। আগে এই স্কিমে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যেত।

গত ১৮ মে এমন সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার (২৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক নোটিশে এই তথ্য জানায়।

নোটিশে বলা হয়, একক ব্যক্তি মালিকানাধীন অ্যাকাউন্টে ৩০ লাখের পরিবর্তে সর্বোচ্চ ১০ লাখ এবং জয়েন্ট অ্যাকাউন্টে ৬০ লাখের পরিবর্তে সর্বোচ্চ ২০ লাখ টাকা পোস্ট অফিসের সেভিংসে রাখা যাবে।

উল্লেখ্য, মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং নারীরাই তাদের কষ্টার্জিত অর্থ এই স্কিমে জমা রাখেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে চাইলে দেশের যে কোনো নাগরিকই পোস্ট অফিসের সেভিংস স্কিমে অর্থ জমা করতে পারেন।

এই স্কিমের আওতায়- সাধারণ অ্যাকাউন্টের সুদের হার ৭.৫০% ও তিন বছর মেয়াদি অ্যাকাউন্টের ক্ষেত্রে ১১.২৮%। মেয়াদপূর্তির আগে জমা টাকা উত্তোলন করা হলে এক বছরের ক্ষেত্রে সুদের হার ১০.২০% ও দুই বছরের ক্ষেত্রে ১০.৭০%।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয় আইআরডি। বিষয়টি তখনও বেশ সমালোচিত হয়েছিল। কারণ, এই সিদ্ধান্তের ফলে পোস্ট অফিসে অর্থ জমা রাখা প্রান্তিক আয়ের মানুষ লোকসানের শিকার হবেন।

পরবর্তীতে গত ১৬ মার্চ সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর