বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি বাচ্চুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ- ঈশ্বরদী উপজেলা জাসদ (ইনু)´র সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 তিনি ২৮ মে রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা কুর্মিটোলা করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা। তিনি ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

জাসদ নেতা রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু  গত  ৫ মে কিডনী, হার্ট,  ডায়াবেটিসসহ নানাবিধ সমস্যা নিয়ে তিনি অতিসম্প্রতি ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার করোনা উপসর্গ দেখা দিলে গত সোমবার (১১ মে) রাতে করোনা নমুনা পরীক্ষা করা হলে তাঁর ফলাফল পজেটিভ  হয়। এরপর তাকে কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ঢাকা মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু (এম,পি) সাধারণ সম্পাদক শিরিন আক্তার (এম,পি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর