নিজস্ব প্রতিবেদকঃ- রাজশাহীর পুঠিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সামিয়ারা খাতুন (২৭) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওই নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, পুলিশ সদস্য সামিয়ারা খাতুন থানাতেই অবস্থান করছিলেন। আজ সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে পুঠিয়া হাসপাতালে নেওয়া হয়।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমা আক্তার জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।