নিজস্ব প্রতিবেদকঃ- বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রার্দূভাবের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও বিপন্ন শ্রেনীর মানুষের পাশে দাঁড়নোর জন্য পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে ৬ হাজার পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই মহান কর্মযজ্ঞের অংশ হিসেবে ২২ মে শুক্রবার সকাল ১০টায় ঈশ্বরদীস্থ জেলা পরিষদ ডাক বাংলো মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে কর্মহীন ও অসহায় হযে পড়া ৫ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মধ্যে পাবনা জেলা পরিষদ ঈদ উপলক্ষে এসব খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর পক্ষে বিতরণ করেন।
পাবনা জেলা পরিষদের সদস্য মোঃ শফিউল আলম বিশ্বাস ও মোঃ সাইফুল আলম বাবু মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপলক্ষে খাদ্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত বিপ্লবী সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল রহিম লাল। এসময় অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন-ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিহাব রায়হান,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।
খাদ্য সামগ্রীর প্যাকেজের মধ্যে ছিল ৮ কেজি চাল,১কেজি ডাল,হাফ কেজি সরিষার তেল ও ১টি সাবান।