নিজস্ব প্রতিবেদকঃ- পাবনায় নতুন করে আরো ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
গত ২৪ ঘন্টায় পাবনায় মোট ১২৯ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৬ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
পাবনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় আক্রান্তদের মধ্যে পাবনা সদর উপজেলার দোগাছী, ঈশ্বরদী, ভাঙ্গুরা, ফরিদপুর, সুজানগর, ও পাবনা শহরের একজন করে মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মদ্যে সবারই বয়স ৩০ থেকে ৩৮ এর মধ্যে এদের বেশিরভাগই সামাজিক অসচেতনতার কারণে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।