নিজস্ব প্রতিবেদকঃ- পাবনা শহরের শিবরামপুর এলাকায় ২৪ বছর বয়সী এক ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। গত ২৪ ঘন্টায় এই একজনসহ জেলায় মোট ২৬ জনে দাড়ালো।
পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল নিশ্চত করে জানান, এই ছাত্রী ঢাকায় লেখাপড়া করলেও গত দুই মাস পূর্বে পাবনায় নিজ বাড়িতে আসেন। সুতরাং সে এই করোনা ভাইরাস ঢাকা থেকে বহন করেন নাই। সে পাবনা থেকেই সংক্রমিত হয়েছেন বলেও তিনি নিশ্চত করেন। তবে সবাইকে সচেতন থেকে চলাফেরা করার অনুরোধও জানান।
এই বিভাগের আরো খবর........