পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামান। এ সময় ২০ হাজার মিটার অবৈধ জাল ৫ কেজি মা ইলিশ সহ এক জেলেকে আটক করা হয়।
বুধবার (২২ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামানের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো উপজেলার দিয়াড় বাঘইল হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুর রহমান ও লক্ষীকুন্ডা নৌ পুলিশের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামান জানান, সরকার কতৃক ইলিশের প্রধান মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
ভোর সাড়ে ৫টার সময় অভিযান পরিচালনার সময় ২০ হাজার মিটারের অবৈধ জাল সহ কুষ্টিয়া জেলার ভেরামাড়া উপজেলার বারমাইল এলাকার নবির ছেলে তুহিনকে কিছু মা ইলিশ সহ আটক করা হয়।
আটককৃত জেলে নাবালক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জমা প্রদানে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।