পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার করার অভিযোগে লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আকতার আলীর ছেলে তুফান আলী নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা নদীর পাকশী এলাকা থেকে তাকে আটক করে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, বর্তমানে পদ্মা নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অবস্থায় জেলেরা মাছ শিকার করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
আটককৃত জেলেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।