বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ অভিযান। ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন  ৩৮ বছর পর ঈশ্বরদীতে কর্মরত দায়িত্ব শেষ করলেন ট্রেন পরিচালক আফজাল হোসেন ঈশ্বরদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, অবৈধ জাল সহ মা ইলিশ জব্দ ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে দুই জেলে আটক, কারাদণ্ড প্রদান ঈশ্বরদীতে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৯ জেলে আটক নাটোরের লালপুরে ইমো হ্যা’কিং চক্রের ৯ সদস্য গ্রে’ফ’তা’র ঈশ্বরদীতে ভাড়াবাসা থেকে নারীর মরদেহ উদ্ধার। ঈশ্বরদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌ পুলিশের হাতে জেলে আটক এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাসের ছেলে নিপুন বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাবা গত সোমবার (১৮ আগস্ট) পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ অনুভব করেন। পরে সেদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়।

নিপুন বিশ্বাস বলেন, আব্বুর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের টেস্ট দিয়েছেন। পরিবারের সদস্য ছাড়া আব্বুর সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসক কঠোরভাবে নির্দেশ দিয়েছেন।

শিমুল বিশ্বাসের ছেলে বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে আব্বুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, মেহনতি মানুষের আস্থা ও অকৃত্রিম বন্ধু শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সব জেলা, মহানগর, বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিকে নিজ নিজ ইউনিট, প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান সংশ্লিষ্ট সব নেতাদের অনুরোধ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর