বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ অভিযান। ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন  ৩৮ বছর পর ঈশ্বরদীতে কর্মরত দায়িত্ব শেষ করলেন ট্রেন পরিচালক আফজাল হোসেন ঈশ্বরদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, অবৈধ জাল সহ মা ইলিশ জব্দ ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে দুই জেলে আটক, কারাদণ্ড প্রদান ঈশ্বরদীতে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৯ জেলে আটক নাটোরের লালপুরে ইমো হ্যা’কিং চক্রের ৯ সদস্য গ্রে’ফ’তা’র ঈশ্বরদীতে ভাড়াবাসা থেকে নারীর মরদেহ উদ্ধার। ঈশ্বরদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌ পুলিশের হাতে জেলে আটক এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ ‘আপাতত’ স্থগিত!

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের বদলি আদেশ ‘আপাতত’ স্থগিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) ঈশ্বরদীতে ইউএনও সুবীর কুমার দাশের শেষ কার্যদিবস থাকলেও পাবনা জেলা প্রশাসকের কার্যলয় থেকে তাকে ছাড়পত্র না দিয়ে ঈশ্বরদী উপজেলায় কার্যক্রম নিয়মিত করার কথা বলা হয়। ফলে ‘আপাতত’ ঈশ্বরদী ছেড়ে যাচ্ছেন না উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।

এদিকে আজ বিকেলে দ্বায়িত্বভার বুঝে নেওয়ার জন্য ঈশ্বরদী উপজেলা পরিষদে আসেন সদ্য পদায়ন হওয়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের ছাড়পত্র প্রস্তুত না হওয়া এবং তাঁর কার্যক্রম নিয়মিত করার খবরে ঈশ্বরদী ত্যাগ করে পাবনায় চলে যান।

এর আগে গত বুধবার বিকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশকে বদলি করে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারী করা হয় এবং রংপুর জেলার বাসিন্দা ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা শাহরুখ খানকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

আজ বিকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা উপলক্ষে উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ঈশ্বরদী প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ  উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উল্লেখিত ব্যক্তি, কর্মকর্তা ও নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেই বিদায় নেন। বদলির আদেশ স্থগিত হওয়া প্রসঙ্গে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, পদায়নকৃত কর্মস্থলে যাওয়ার জন্য তিনি প্রস্তুত। কিন্তু পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। এজন্য আপাতত দু’একদিন অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর