পাবনার ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত শীতার্ত জেলে পল্লী, মারমী আদিবাসী এবং গুচ্ছ গ্রামে বসবাসকারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
শনিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত কম্বল বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও শীতার্তদের জন্য আসা কম্বল উপজেলার পাকশী জেলে পল্লী, দাশুড়িয়া মারমী আদিবাসী ও নওদাপাড়া গুচ্ছগ্রামে বসবাসকারী ৩৮১টি পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান সহ অন্যান্যরা।
কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, এই শীতে জেলে পল্লি, আদিবাসী পরিবার এবং গুচ্ছগ্রামে বসবাসকারী পরিবার যাতে কষ্ট না পায় তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় তিনি আরও বলেন সমাজের অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে এই শীত মৌসুমে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।