পাবনায় নানান আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাবনা জেলা প্রশাসক কার্যলয় এর সামনে থেকে আন্তর্জাতিক মানব অধিকার দিবস উপলক্ষে ( আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পাবনা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মেতো বাংলাদেশেও যথাযথভাবে দিবসটি পালন করা হয়েছে ।
বাংলাদেশে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ।’
সকাল ১১ পাবনা লতিফ টাওয়ারের সামনে থেকে বর্ণাঢ্য রালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় ।
এতে পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন বলেন, আমরা মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সদা সর্বদায় কাজ করে যাচ্ছি। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি । এ সময় আরো অন্যান্যরাও বক্তব্য রাখেন ।
দিবসটি উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, যার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।
ঘোষণাপত্র গ্রহণের দিনটিই বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।