“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্সবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই পাঁচ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মননা প্রদান অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আরডিও রাজিবুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লা মানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম সহ সূধী জন।
অনুষ্ঠানে উপজেলার পাঁচজন সফল নারীকে জয়িতা সন্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চায়না বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ডলি খাতুন, সফল জননী নারী ক্যাটাগরীতে নুরজাহান ইসলাম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শেফালী বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আসমাউল হুসনা হিয়াকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর........