নাটোরের লালপুরে নাশকতার মামলায় যুবদলের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সুমন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, ইশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ আলী, সদস্য লিমন, রনি, ফরিদ, সোহেল রানা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরশাদ রাজন বলেন, গত ২৮ অক্টোবরের পর বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে গত ২২ নভেম্বর মশাল মিছিল করে নেতাকর্মীরা। এঘটনায় মিথ্যা নাশকতার অভিযোগে এসব নেতাকর্মীর নামে মামলা করে লালপুর থানা পুলিশ। ওই মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অস্থায়ী জামিন ছিল তারা। মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ