পাবনা–ঢাকা হাইওয়ে রোডের জালালপুর থেকে ১ কেজি গাঁজা সহ মো: মিজানুর রহমান (৩২) ও মো: সাফাজ ব্যাপারী (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৷
রবিবার (১ অক্টোবর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লা আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রাত সাড়ে ৯টার দিকে পাবনা–ঢাকা হাইওয়ে রোডের জালালপুর বাজারস্থ আরিফ হোটেল এন্ড রেস্টু–রেন্ট এর সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পরিবহন তল্লাশি অভিযান পরিচালনা করে।
এ সময় বেড়া– পাবনা গামী শাহ্ নকিব পরিবহনের দুই যাত্রির নিকট কাপড়ে মুড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত আসামী মো: মিজানুর রহমান, পিতা– মো: বাবুর আলী, গ্রামঃ লক্ষীকান্ত, থানা– কুড়িগ্রাম সদর, জেলাঃ কুড়িগ্রাম এবং মো: সাফাজ ব্যাপারী, পিতাঃ মৃত–নিফাজ ব্যাপারী, গ্রামঃ রামান্দপুর, থানা – পাবনা সদর, জেলা – পাবনা দ্বয়কে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লা আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।