পাবনার ঈশ্বরদীতে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর ) বিকাল ৪টায় ঈশ্বরদী প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি‘র ঈশ্বরদীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড ডাঃ অলোক মজুমদারের সঞ্চালনায় উপজেলা শাখার সভাপতি কমরেড শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি’র পাবনা জেলা শাখার সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক কমরেড সালফী আল ফাত্তাহ্, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাপ্তাহিক উত্তর জনতা পত্রিকার সম্পাদক ববি সরদার, প্রেসক্লাব সহ সভাপতি মাহাবুবুল হক দুদু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, আওয়ামিলীগ নেতা বশির আহমেদ বকুল, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আহসান হাবিব, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এসএম মিজানুর রহমান, সিপিবি‘র ঈশ্বরদী উপজেলা শাখার সহ– সাধারণ সম্পাদক কমরেড জাহিদুল ইসলাম রিপন।
এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কমিউনিস্ট পার্টি এবং স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ কমরেড জসিম উদ্দিন মন্ডল ২০১৭ সালের ০২ অক্টোবর ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।