পাবনার ঈশ্বরদীতে শিক্ষক দিবস উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলার পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী সাঁড়া মাড়য়ারী মডেল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহিন, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা, পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ভাষা শহিদ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, লক্ষীকুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এয়ারপোর্ট একাডেমির প্রধান শিক্ষক রেজাউল করিম সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং সহকারী শিক্ষকবৃন্দ।
সভায় আগামী ৫ অক্টোরব যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপনের লক্ষে বর্ণাঢ্য র্যালি, ব্যানার, পেস্টুন তৈরী, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।