নাটোরের লালপুরে ৮ কেজি গাঁজাসহ ৭ জনকে আটক করেছে নাটোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।
বুধবার(২৩শে আগষ্ট-২৩) রাতে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
এ বিষয়ে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সন্ধ্যায় ওই গ্ৰামের মৃত গাফফার প্রাং এর ছেলে বাচ্চু মিয়া (৫৩), তার স্ত্রী আদরী বেগম, বাচ্চু মিয়ার ভাই বজলু মিয়া (৫০), বজলু মিয়ার ছেলে আলামিন হোসেন (২৭), গোসাইপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাক আহম্মেদ (৫২), বাঁশবাড়িয়া (মিলকিপাড়া) গ্রামের হাসুর ছেলে হাসান আলী (২৫), এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫০)কে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ