পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা, জেলা শিক্ষা অফিসার, মোঃ রুস্তম আলী হেলালী।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নম্বর পত্র তুলে দেন।
শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভায় ৯ম শ্রেণীর অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ