পাবনার ঈশ্বরদীতে শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভালভমেন্ট প্রোগ্রাম এস ই ডি পি এর আওতাভুক্ত এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেইজড গ্রাউন্ড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন পি.বি.জি.এস.আই স্কিম এর আওতায় প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতার উপর মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, শেখ মেহেরউল্লা নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহজেবীন শিরিন প্রিয়া, ঈশ্বরদী বালিকা বিদ্যালয় এ্যান্ড কলেজের সভাপতি মুরাদ আলী মালিথা।
এ সময় কর্মশালায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার সাথে জনসম্পৃক্তি বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহি উন্নয়নে ভূমিকা রাখবে। সুবিধাভোগী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনুদানসমূহ যথাযথ নিশ্চিত করার মাধ্যমে এই কর্মশালার সাফল্য অর্জিত হবে। অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিগন এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ