নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, উপজেলা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে আইন শৃংখলাসহ উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে মতবিনিময় সভা করেছেন নাটোরের নবাগত জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশকে আরো সমৃদ্ধ করতে প্রত্যেক মানুষকে তার অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান। তিনি আরো বলেন নতুন করে পুকুর কেটে জমি নষ্ট করা যাবে না। লালপুরবাসীর আতিথেয়তায় মুগ্ধ হয়ে সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা। বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুল আজম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ উজ্জ্বল হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী আক্তার, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হযরত আলী, লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াছ হোসেন খাজা, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রন্জু, ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ আবু শামা, আছিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবদুল করিম,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন জালাল, মাজহারুল ইসলাম তিব্বত প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ