ঈশ্বরদীতে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা ভুক্ত ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের উপর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় এ কর্মশালায় উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষক অংশ গ্রহন করে।
এ ছাড়া কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম ও সুগারক্রপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আনোয়ার।
মঙ্গলবার শুরু হয়ে ১ম ধাপের এ কর্মশালা আজ দ্বিতীয় দিনে ইংরেজী বিষয়ে ৩১ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করছে।
উল্লেখ্য যে, প্রশিক্ষণে অংশ গ্রহনকারীদের যাতয়াত ভাতা বাবদ প্রতিদিন সম্মানী প্রদান করছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ