নাটোরের লালপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চার জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৩ জানুয়ারি ২০২৩) সকালে উপজেলার আব্দুলপুর সড়কের সাইপাড়া মুচিপাড়া নামক এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আব্দুলপুর থেকে একটি ট্রাক আসার পথে ট্রাকের সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জামগাছের ধাক্কা লেগে ড্রাইভারসহ চার জন আহত হন। তারা হলেন লালপুর দক্ষিণ লালপুর গ্রামের মোঃ সুবাহান আলীর ছেলে মোঃ রনি (৩০), মোঃ ইয়াসিন খামারুর ছেলে আব্দুল কুদ্দুস আলী (৫০), মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ বাপ্পি (৩০) এবং নবীনগর গ্রামের মোঃ বিলাল আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৫)।
স্থানীয় লোকজন ঘটনারস্থল থেকে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের একজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ