নাটোরের লালপুরে অভিযান চালিয়ে নাজিম নামে গুড় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চর জাজিরা এলাকায় নাটোর র্যাব-৫ এর সহায়তায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করে।
এবিষয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে লালপুর উপজেলায় চর জাজিরা এলাকায় অভিযান পরিচালনা করে নাজিম গুড় ভাণ্ডারকে ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা ধ্বংস করা হয়েছে।এসময় স্থানীয়দের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ