পাবনায় ৬৭০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে সদর থানার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেইট এর সামনে থেকে তাদের আটক করেছে র্যাব পাবনার সদস্যরা। আটককৃত আসামী পাবনা সদর থানার নাজিরপুর গ্রামের মৃত আফতাব জোয়ার্দ্দারের ছেলে রাকিব হাসান ও একই এলাকার সেফায়েৎ উল্লাহ প্রামানিকের ছেলে কায়সার আলম।
র্যাব জানায়, ঐ দিন সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়ার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে উল্লেখিত এলাকা থেকে তাদের আটক করে। এসময় তার কাছে থেকে ৬৭০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, ০১টি মোটরসাইকেল, ০৩টি মোবাইল, ০৪টি সিমকার্ড, নগদ ৭,৯৩০/- টাকা উদ্ধার করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।আটককৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ