জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে রোববার (২৫ সেপ্টেম্বর) সরে দাঁড়ালে বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য আ.স.ম আব্দুর রহিম পাকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এবারে পাবনা জেলা পরিষদের নির্বাচনে রেজাউল রহিম লালসহ মনোনয়ন প্রত্যাশী হিসেবে কমপক্ষে ৮ নেতার নাম ছিল। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. শহিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, আওয়ামী লীগ নেতা এমদাদ আলী বিশ্বাস ভুলু, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলু’র মেয়ে মাহজেবিন শিরিন পিয়া।
এর আগে গত ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় পাবনা থেকে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পান বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য আ.স.ম আব্দুর রহিম পাকন।
এর আগে পাবনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এই জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ান।
একে একে সব প্রার্থী সড়ে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন আ.স.ম আব্দুর রহিম পাকন।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ