আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ। সারাদেশে এই দিন বর্ষবরণের উৎসব চলে। তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে হবে নববর্ষ। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকা অন্তর্ভুক্ত করায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উদযাপন করতে হবে।
গত ২৮ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
গত ২৮ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী দৈনিক শিক্ষাডটকমের হাতে এসেছে। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে কবে। ইউনেক্সো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকা অন্তর্ভুক্ত করায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উদযাপন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে। সভার কার্যবিবরণী গত ৩১ মার্চ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাঠিয়েছে সংস্কৃতি বিষয়ক
এ নির্দেশনা অনুসারে ইতোমধ্যে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে। একইসঙ্গে নববর্ষ উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে। একইসঙ্গে প্রাথমিকের কর্মকর্তা কর্মচারীদের স্থানীয় প্রশাসনের আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের জারি করা আদেশটি সোমবার সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ