ঈশ্বরদীর সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে ইতিপূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয়ভাবে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাঁড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক রানা সরদার, লক্ষীকুন্ডা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিস-উর-রহমান শরীফ ও সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ বাবলু মালিথা, সাহাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে এমলাক হোসেন বাবু বিজয়ী হয়েছে।
ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক মালিথা, পাকশী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিন্টু ও দাশুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বকুল সরদার।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ