তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নে চলছে প্রচার প্রচারণা। গ্রামের হাটবাজার ও চা দোকানগুলোর চায়ের কাপে বইছে ভোটের হাওয়া। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে নির্বাচনী সভা। ভোটারদের মন গলাতে দিনভর গণসংযোগ আর প্রচার প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছেন অলিগলি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মাইকিং।
তবে ইতিমধ্যে উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি চারটি সলিমপুর, সাহাপুর, লক্ষীকুন্ডা ও সাঁড়া ইউনিয়নের আসনগুলো দখলে নিতে মরিয়া আ:লীগ প্রার্থীরা। তবে প্রচার প্রচারনায় পিছিয়ে নেই স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা।
নির্বাচনকে ঘিরে বেশি উত্তাপ ছড়াচ্ছে সাহাপুর ও লক্ষীকুন্ডা ইউনিয়নে। সাহাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকাল সরদারের নৌকাকে ডুবাতে তৎপর বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার এমলাক হোসেন বাবু। তবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মরিয়া আওয়ামীলীগ নেতাকর্মীরা।
এ দিকে লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনিস-উর-রহমান শরীফের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিস মোল্লা। নিজ নিজ জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনী মাঠ দখলের চেষ্টায় রয়েছেন এই দুই প্রার্থী। মাঠ দখল করতে গিয়ে হামলা ও নির্বাচনী অফিস ভাঙ্গচুরের মতো ঘটনাও ঘটেছে ইউনিয়নটিতে।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও তেমন একটা উত্তাপ নেই সাঁড়া ও সলিমপুর ইউনিয়নে। সাঁড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী এমদাদুল হক রানা সরদারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জুয়েল চৌধুরী। জয়ের প্রত্যাশায় দুইজনই ২৮ তারিখের সুষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন।
সলিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ বাবলু মালিথার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে নির্বাচিত তিনবারের চেয়ারম্যান আতিয়ার রহমান। উত্তাপ বিহিন নিজ নিজ প্রচারনা ও গনসংযোগে ব্যাস্ত রয়েছেন এ দুই প্রার্থী।
তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা চায় উৎসবমুখর ও ভয়-ভীতিহীন পরিবেশ।যাতে ভোটের দিন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ