প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন
রোহিঙ্গাদের দায় বাংলাদেশের একার নয়: জন কেরি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বলেছেন, রোহিঙ্গাদের দায় শুধু বাংলাদেশের একার নয়। জাতিসংঘসহ সব দেশকে এই দায় নিতে হবে। আর এ ইস্যুতে মিয়ানমারের ওপর জো বাইডেন প্রশাসন চাপ অব্যাহত রেখেছে।
শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট ও বর্তমানে মিয়ানমারে যা চলছে সেটি মোকাবিলা করা নৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এ সংকট কীভাবে সমাধান করা যায় তা নিয়ে বাইডেন প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।
এ সময় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেয়ায় বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মার্কিন এই কূটনীতিক। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মধ্য দিয়ে বিশ্বের মধ্যে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২২-২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতে আজ ঢাকায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে জন কেরিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দুপুর আড়াইটার দিকে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন জন কেরি। বৈঠক শেষে বৈঠকের বিষয়বস্তু নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ