ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। সরকারি ঘোষণা অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নে ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা এখন মাঠে।
নিজের জনপ্রিয়তা ফুটিয়ে তোলার লক্ষ্যে মোড়ে মোড়ে চায়ের দোকানে গিয়ে ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আশীর্বাদ, দিচ্ছেন উন্নয়নমূলক নানা কাজের প্রতিশ্রুতি। এছাড়াও নানা রকম কৌশল অবলম্বন করে ভোটের মাঠে নিজেদের অনুকূলে নিতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা ।
স্ব-স্ব দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষণা দেয়ায় সব রাজনৈতিক দলের এসব প্রার্থী স্থানীয় থেকে শুরু করে ছুটছেন ওপর মহলের হেভিওয়েট নেতাদের কাছে। জোর লবিং-গ্রুপিংয়ের পাশাপাশি ওইসব নেতাকে খুশি রাখতে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রাণান্তকর প্রচেষ্টা।
এখনও নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে নির্বাচন ঘিরে ইউনিয়ন পরিষদগুলোতে প্রার্থীদের ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ইউনিয়নেই ক্ষমতাসীন আওয়ামীলীগের অসংখ্য প্রার্থী দেখা গেলেও তুলনামুলক কম প্রার্থী দেখা যাচ্ছে বিএনপিতে। দলীয় সমর্থন পেতে একই আসনে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানারকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। দলীয় সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে ওইসব ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা।
তবে ইউনিয়ন ঘুরে পাওয়া জনগনের ভাষ্য হলো- তারা চান সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ একটি নির্বাচন। যে নির্বাচনে প্রার্থী যেই হোক ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে । এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ