আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতার আগমন উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে পাবনা ৪ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এর নৌকা মার্কা প্রতীকের বিপুল ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যে ঈশ্বরদী ও আওতাপাড়া মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা সবাইকে উৎসবমুখর পরিবেশে আগামী ২৬ তারিখে স্ব-স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান। যাতে করে সবার বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কা জয়ী হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হয়।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহেজেবিন শিরিন প্রিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদা রব মলি, সাধারণ সম্পাদক ও পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফা খাতুন ডোরা, সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক সাঈদা শবনম, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি, পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা শিরিন, সাধারণ সম্পাদক শামীমা শিখা সহ জেলা ও বিভিন্ন ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আশরাফুল ইসলাম (সবুজ)
নির্বাহী সম্পাদক: রাকিবুল ইসলাম (রকিব)
©২০২০-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || দৈনিক ঈশ্বরদী নিউজ